মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৮নং কাকিনা, ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ১২৪বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধারসহ একজন কে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ। ঘটনার স্থান থেকে সু কৌসলে পালিয়ে যায় এক জন।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল এর নেতৃত্বে এসআই/মোঃ মিজানুর রহমান, ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা, ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা হইতে ১২৪ (একশত চব্বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ১টি টিভিএস আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল সহ মোঃ আব্দুল্লা আল মামুন ওরফে পাপ্পু কে গ্রেফতার করেন। এবং অজ্ঞাতনামা ০১ (এক) জন আসামী সু কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ আব্দুল্লা আল মামুন ওরফে পাপ্পু, পিতা তমিজ উদ্দিন, গ্রাম নিউসেনপাড়া থানা কোতোয়ালি জেলা রংপুর। গ্রেফতারকৃত আসামী এবং পলাতক অজ্ঞাতনামা ০১জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা হয়। মামলা নং -৩৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৩(গ)/৩৮/৪১ রুজু করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজায় বিশেষ অভিযান চালিয়ে ১২৪ (একশত চব্বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ১টি টিভিএস আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ।
Leave a Reply