বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাইন্ডেশন প্রতিষ্ঠাতা মলয় ঘটকের মায়ের প্রার্থনা সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলায় রাজিহার ইউনিয়নের বড় বাসাইল গ্রামের ঘটক বাড়ীতে মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাইন্ডেশন প্রতিষ্ঠাতা মলয় ঘটকের মা শোভা রানী কর এর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা হয়েছে। এসময় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুনিল কুমার বাড়ৈ, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক (নিওনেটোলজি) ডাক্তার বি.সি বিশ্বাস (বিধান), শহীদ স্মৃতি মহা বিদ্যালয় প্রভাষক জতিরময় বৈরাগী, প্রথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবনী বৈদ্য, আগৈলঝাড়া এসএম বালিকা বিদ্যালয় শিক্ষক সৎরঞ্জন সরকার, ঢাকা সাংবাদিক ইউনিয়-ডিইউজে সদস্য এসএম ওমর আলী সানি, আয়কর আইনজীবি সমিরন রায়, সাংবাদিক অমিয় কর ও জগদীস মন্ডল সহ অনেকে।উল্লেখ্য, শোভা রানী কর গত ১৫ অক্টবর ২০২০ তারিখে পরলোক গমন করে।
Leave a Reply