বাংলাদেশ খবর ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। সোমবার (৭ মার্চ) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান শুরু হয়।
দূতাবাস জানায়, এরপর দূতাবাস মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ভিডিও দেখানোর পর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
উন্মুক্ত আলোচনায় বক্তাগণ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পেছনের ইতিহাস বর্ণনা করেন। বক্তাগণ উল্লেখ করেন, বঙ্গবন্ধুর এই একটি বক্তৃতা একটি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছে। একটি নিপীড়িত-নিষ্পেষিত জাতির মুক্তি আন্দোলনে সফল দিকনির্দেশনার জন্য বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তার সমাপনী বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পটভূমির পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ এবং আন্তর্জাতিক পর্যায়ে এই ভাষণের স্বীকৃতির তাৎপর্যের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চে এই ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রেক্ষাপটকে বিবেচনা করে বাঙালি জাতির মুক্তির পথ দেখিয়েছিলেন। একটি রাজনৈতিক ভাষণ কীভাবে একটি জাতির মুক্তির দিশা দিতে পারে এবং সেইসঙ্গে সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করে নতুন পথের সন্ধান দিতে পারে- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তার জ্বলন্ত প্রমাণ।
তিনি বঙ্গবন্ধুর ভাষণের মর্মবাণীকে বুকে ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাঠমান্ডু সফররত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব মিজ নাসরীন জাহান এবং অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন।
Leave a Reply