বাংলাদেশ খবর ডেস্ক: পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটার সৈকত। করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হাজারো পর্যটকের ভিড় দেখা গেছে। জিরো পয়েন্ট থেকে শুরু করে গঙ্গামতি, ঝাউবাগান, শুঁটকি পল্লী, ফিস ফ্রাই মার্কেট, বৌদ্ধ বিহার ও ইলিশ পার্কেও পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে, আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে সৈকতে বিভিন্ন পয়েন্টে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। বেশিরভাগই পিকনিক পার্টি রয়েছে। ফলে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে।
হোটেল সমুদ্র বাড়ির ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম মিরন বলেন, পর্যটকদের ব্যাপক সমাগম রয়েছে। তাদের হোটেলের একটি রুমও খালি নেই। এমন অবস্থা আরও দুইদিন থাকতে পারে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের টোয়াক’র সাধারণ সম্পাদক কেএম জহির বলেন, বিগত দিনগুলোর তুলনায় এখন পর্যটকের সংখ্যা অনেকটা বেশি। অধিকাংশ হোটেলই বুকিং রয়েছে। এ অবস্থা থাকলে হোটেল ব্যবসায়ীরা করোনার ধকল কাটিয়ে উঠতে পারবে বলে তিনি জানিয়েছেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। এছাড়া দর্শনীয় স্পটগুলোতে তাদের পুলিশ টহলে রয়েছে।
Leave a Reply