বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে গত দুদিনের ভারী বর্ষনে প্লাবিত হয়েছে নগরীসহ দশ উপজেলার বিভিন্ন নিন্মাঞ্চল । এতে ভোগান্তিতে পড়েছে নিন্মাঞ্চলের সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে নগরীর পলাশপুর, বালুর মাঠ কলোনী, কেডিসি, চরের বাড়িসহ নগরীর একাধিক নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। অপরদিকে নগরীর প্রাণকেন্দ্র সদররোড, প্রেসক্লাব আগুরপুর সড়ক, বটতলা, চৌমাথা, বাংলাদেশ ব্যাংক বরিশাল আঞ্চলিক শাখা সড়ক, ভাটিখানায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দূর্ভোগে পরেছে পথচারীরা।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থাকায় শুক্রবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা রয়েছে। নিম্নচাপের কারণে উপকূল অঞ্চলে পানি বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply