জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
ফাঁকা চেক,ফাঁকা স্টেম্পে সই, চড়া সুদ, নানা অনিয়ম,ও নীতিমালা বহির্ভুত ভাবে সমবায় সমিতির কার্যক্রম পরিচালনার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবির “সাত তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির” প্রধান কাযার্লয়ের সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবারে, পাঁচবিবির শালাইপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকার ”সাত তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির” পরিচালকরা দীর্ঘ দিন থেকে ফাঁকা চেক,ফাঁকা স্টেম্পে সই নেওয়া সহ চড়া সুদ নিয়ে মানুষের সংঙ্গে নানা প্রতারনা মূলক সমিতির আইনের নিয়ম বর্হিভূত কার্যক্রম করছিলেন। এর মধ্যে সমিতির বিরূদ্ধে স্থানীয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগের পর তদন্ত করে সংশ্লিষ্ঠরা ৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে সমিতির কার্যক্রম বন্ধের সিধান্ত হয়।
এরপর মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলা নিবার্হী কর্মকতার্ ও ভ্রাম্যমান আদালতের বিচারক বরমান হোসেন সহ উপজেলা সমবায় কর্মকতার্ লুৎফুল কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ ওবায়দুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল উপস্থিতিতে ঐ সমিতির কার্যক্রম স্থগিত করে সিলগালা করে দেন।
পাঁচবিবি উপজেলা নিবার্হী কর্মকতার্ বরমান হোসেন সাত তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যক্রম স্থগিত ও সিলগালা করা সহ বিষয় গুলো নিশ্চিত করেছেন।
Leave a Reply