জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাট জেলার সদর থানা এবং ক্ষেতলাল থানা এলাকা হইতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩০০,পিছ ইয়াবা ট্যাবলেট ৫০, বোতাল ফেন্সিডিল এবং ২ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।
জয়পুরহাট জেলার সদর থানা এলাকায় গত  বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভাদশা বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জয়পুরহাট থানার ভাদশা ইউনিয়নের চকজয়কৃষ্ণপুর গ্রামের একটি বাড়িতে মাদক দ্রব্য ইয়াবা এবং হেরোইন নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করছে।
এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে আটক করে তল্লাসী করে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ২ গ্রাম হেরোইনসহ বাড়ির মালিক মামুনুর রশিদ (৩৮), পিতা- মৃত-আঃ করিম, সাং-চক জয়কৃষ্ণপুর, থানা ও জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়ান্দা শাখা(ডিবি) পুলিশ।
পৃথক একটি অভিযানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ ক্ষেতলাল থানার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রাম হইতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমান(৩৫), পিতা-মৃত নজরুল ইসলাম, গ্রাম- বিনাই, থানা- ক্ষেতলাল, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করে।
 
                    
Leave a Reply