জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবিতে  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে রোববার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পৌর কার্যালয়, বিভিন্ন সরকারী বে-সরকারী ব্যবসা প্রতিষ্ঠানে  কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। 
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিটের নীরবতা পালন শেষে স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব হাবিব, ওসি পলাশ চন্দ্র দেবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
                     
					
					
Leave a Reply