বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে করোনার টিকা নিতে ২০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বগুড়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে। এ ঘটনায় টিকা গ্রহীতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক জিয়াউল হকের মারফৎ আজ জানাযায়, গত সোমবার ওই ইউনিয়নের রজাকপুর মাঝ পাড়া এলাকার ইউনুস আলী বগুড়া জেলা প্রশাসক কাছে এই অভিযোগ দেন।
অভিযোগে ইউনুস আলী উল্লেখ করেন, সারা দেশের মতো বগুড়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) বিনামূল্যে কোভিড-১৯-এর গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সদরের নুনগোলা ইউনিয়নে টিকা নিতে গিয়ে ২০ টাকা করে দিতে হচ্ছে গ্রামের লোকজনকে। গ্রামের সাধারণ মানুষ যারা টিকা নিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসছেন, তাদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলিম উদ্দিন ২০ টাকা হারে আদায় করছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজলকে জানানো হয়েছে।
এ ছাড়া ইউনিয়ন স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানীকেও জানানো হয়েছে। অভিযোগপত্রে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে নুনগোলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বলেন, ‘২০ টাকা হারে আদায় করা হয়েছে, এটা আমিও শুনেছি। যারা টিকার রেজিস্ট্রেশন করেছে সেই উদ্যোক্তারা তাদের কাজের সার্ভিস চার্জ হিসেবেই টাকা নিয়েছে।’ এ বিষয়ে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply