ভাঙ্গুড়া, পাবনা থেকে মিনু রহমান,
রবিবার (৩০ মে২০২১) পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভার উত্তর মেন্দা মহল্লার দরিদ্র কৃষক ওসমান গনির মাঠের ধান কেটে দিলেন আনসার ভিডিপি সদস্যরা।
উপজেলার আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে
আনসার প্লাটুন কমান্ডার ও ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডারদের সঙ্গে নিয়ে
স্থানীয় স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্যগন মিলে দরিদ্র কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেন।
সাকাওয়াত জানান, মাটি ও মানুষের বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রাতিরক্ষা বাহিনী।
বাহিনীর মহাপরিচালক মহোদয়ের অনুপ্রেরণায় সারা বাংলাদেশে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে আনসার-ভিডিপি সদস্যরা।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আনসার ও ভিডিপি’র ধান কাটা কার্যক্রমে এলাকার দরিদ্র কৃষক ওসমান গনি অনেক খুশি।
উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন বলেন পৌরসভার উত্তর মেন্দা মহল্লার দরিদ্র কৃষক ওসমান গনি।
ধান কাটার এই ভরা মৌসুমে অর্থ এবং শ্রমিক নিয়ে উভয় সংকটে পড়েন।
এমতবস্থায় মাঠের পাকা ধান কেটে ঘরে তোলা নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েন।
এই খবর পেয়ে আমি তাৎক্ষণিক ওই দরিদ্র কৃষকের সাথে কথা বলি।
ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডারদের সঙ্গে নিয়ে দুশ্চিন্তায় পড়া ঐ দরিদ্র কৃষকের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিলাম।
সবাই দোয়া করবেন যেন সেবামূলক কাজ করে যেতে পারি।
Leave a Reply