লালমনিরহাটের হাতীবান্ধা থানার টংভাঙ্গা ইউপি পশ্চিম বেজগ্রাম মৌজাস্থ বিশেষ অভিযান চালিয়ে ১১কেজি গাঁজা উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।ঘটনার স্থান থেকে সুকৌশলে এক জন পালিয়ে যায়।গত(৫ই মে)২০২১ইং হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি)এরশাদুল আলমের নেতৃত্বে এসআই(নিঃ)ইব্রাহীম খলিল,এএসআই মাসুন আকন্দ,এএসআই আঃ লতিফ,ও ফোর্সসহ হাতীবান্ধা থানাধীন টংভাঙ্গা ইউপি পশ্চিম বেজগ্রাম মৌজাস্থ জনৈক জালাল উদ্দিন(৫২),পিতা-মৃত জমসের আলী,সাং-পশ্চিম বেজগ্রাম,এর জালাল এন্ড ব্রাদার্স এজেন্ট মেঘনা পেট্রোলিয়াম লিঃ নামক তেলের ডিপুর সামনে দইখাওয়া বাজার হইতে হাতীবান্ধা গামী পাকা রাস্তার উপর হইতে ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে যাওয়ার সময় বিশেষ অভিযান চালিয়ে ১১কেজি গাঁজা ও একটি পুরাতন ব্যবহৃত ট্রাক উদ্ধারসহ এমদাদুল হক(৩৬),আমিনুর রহমান (৪৫),নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফার করেন।গ্রেফতারকৃত আসামী হলে এমদাদুল হক (৩৬), পিতা-মৃত মকবুল হোসেন,আমিনুর রহমান (৪৫),পিতা-মৃত সেকেন্দার আলী,উভয়ের গ্রাম- নওদাপাড়া(কলোনি)রাজা সিএনজি পাম্পের সামনে বিশ্বরোড সংলগ্ন,১৭নং ওয়ার্ড,ডাকঘর- নুনগোল,থানা-বগুড়া সদর,জেলা-বগুড়া।পলাতক আসামী ফারুক হোসেন(৩৫),পিতা নবর উদ্দিন@নবদ্দি,গ্রাম-বাড়াই পাড়া,থানা-হাতীবান্ধা,জেলা- লালমনিরহাট।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা হয় মামলা নং-৫ধারা-২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১৯(খ)রুজ করা হয়।হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি)এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে টংভাঙ্গা ইউপি পশ্চিম বেজগ্রাম মৌজাস্থ বিশেষ অভিযান চালিয়ে ১১কেজি গাঁজা উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।
Leave a Reply