1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম বাড়ল জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার গোপালগঞ্জে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত বাড়িধারায় নেক্সাস ক্যাফে প্যালেস ও জুলাই বিপ্লব স্মারক গ্রন্থাগারের উদ্বোধন ক্ষমতায় এলে চব্বিশের শহীদদের নামে স্থাপনা-সড়কের নামকরণ করবে বিএনপি কুষ্টিয়ায় ভোট কারচুপির অভিযোগে, জেলা বিএনপির কার্যালয় ঘেরাও পটুয়াখালীতে জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সম্পূর্ণ গাইবান্ধা থেকে ‘নতুন দেশ গঠনের’ শপথ: এনসিপির জুলাই পদযাত্রা উদ্বোধন কুষ্টিয়ায় জাসদ কর্মী হত্যা, ছাত্রদল নেতাসহ আটক ৩

শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৮৮ জন পঠিত

কাহারোল,দিনাজপুর।সুকুমার রায়

 

মঙ্গলবার দুপুর ২টায় কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী ২৬টি পরিবারের মধ্যে উন্নতজাতের ক্রসব্রিড বকনা, দানাদার খাদ্য ও গৃহ নির্মান সামগ্রী বিতরণ করেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিতরণ কালে এমপি গোপাল বলেন, বাংলা ও বাঙালির সংস্কৃতি রক্ষা করার জন্য আদিবাসীদের ঐতিহ্য-সংস্কৃতি বড় শক্তিধর স্তম্ভ। আজ সেই সংস্কৃতিকে আরও বেশি সমৃদ্ধ করতে আদিবাসীদের সাংস্কৃতিক বিকাশ অনিবার্য। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য এবং তাদের অর্থনৈতিক সচ্ছলতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমপি গোপাল আরও বলেন, পাহাড়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সুখ কেড়ে নিয়েছিল জিয়াউর রহমান। অশান্তি, সংঘাত সৃষ্টি করেছিল পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে। আজকের তাদের মাঝে শান্তি ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে এই জনগোষ্ঠীর বিলুপ্ত হতে বাধ্য হতো। তাই নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের ভাগ্য উন্নয়নের একমাত্র শেখ হাসিনাই সকল উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউল আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. দিদারুল আহসান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল হতে নির্বাচিত ৭৭১ টি সুলফভোগী পরিবারকে ৭টি প্যাকেজ সহায়তা প্রদান করা হবে। তার মধ্যে ৩৯টি পরিবারকে বকনা গরু, ৩৯টি পরিবারকে মহিষ, ৩৯ টি পরিবারকে এঁড়ে গরু, ১১৬টি পরিবারকে ছাগল, ১৫৪টি পরিবারকে ভেড়া, ১৯৩টি পরিবারকে মুরগি এবং ১৯৩টি পরিবারকে হাঁস প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় ২৬টি পরিবারকে উন্নত ক্রসব্রিড বকনা গরু, দানাদার খাবার ১২৫ কেজি এবং গৃহ নির্মান উপকরণ হিসেবে ১০০ স্কয়ার ফিট ঢেউটিন, ৪টি আরসিসি পিলার ও ১৯০ টি ইট বিতরণ করা হয়। তিনি বলেন, প্রকল্পের শুরুতে জরিপের মাধ্যমে ৭৭১টি সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে নির্বাচন করা হয়। আর এই প্রকল্পের মেয়াদ ৩ বছর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION