বাউফল থেকে শাকের আমীন,
পটুয়াখালী বাউফল উপজেলার কালিশুরী ও কাছিপাড়া সংযুক্ত রাস্তা সংস্কার না হওয়ায় চলার অনুপযোগী হয়ে পড়েছে প্রায়। রাস্তার বেহাল দশায় ভোগান্তির শিকার ছিটকা,রাজাপুর, কবিরকাঠী,রনভৈরব,পাতিলা পাড়া ও কাছিপাড়া এলাকার জনগন। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা,বাড়ছে ভোগান্তি। তেমনি দুর্ঘটনার শিকার প্রান কোম্পানির পন্য সরবরাহকারী কালিশুরীর একটি টমটম গাড়ি । ড্রাইভার জানান ছিটকা ও কাছিপাড়া পন্য সরবরাহ করার উদ্দেশ্যে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার পন্য নিয়ে কালিশুরী থেকে রওয়ানা হয়েছেন। কালিশুরী কাছিপাড়া সংযুক্ত রাস্তা খারাপ থাকায় পশ্চিম কালিশুরী বালিকা দাখিল মাদরাসার পূর্ব পার্শ্বে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পরে যায় গাড়ি। এতে ড্রাইভার আহত হয়,গাড়ি ভেঙে চুরে নষ্ট হয় এবং অনেক পন্যও নষ্ট হয়ে যায় পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে স্লোব হাসপাতালে নিয়ে যায়।
ড্রাইভার বলেন, আমার সংসার চলতো গাড়ি চালিয়ে যা উপার্জন করতাম তা দিয়ে কিন্তু রাস্তার দুর্দশার কারনে আজ আমার একমাত্র উপার্জনের অবলম্বন টুকুও শেষ হয়ে গেল।এরকম দুর্ঘটনার শিকার হচ্ছে আরো কতো মানুষ কিন্তু এদের দেখার মতো নেই কেহ। জনপ্রতিনিধিরা এই রাস্তা দিয়ে চলাচল করে ঠিকই কিন্তু মেরামত করার ব্যাপারে নেই কোন হস্তক্ষেপ। দুর্ঘটনা এড়াতে ও স্বস্তিতে চলাফেরা করার লক্ষে এই রাস্তাটি মেরামত করার জন্য জনপ্রতিনিধি ও উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
Leave a Reply