বাউফল থেকে শাকের আমীন,
পটুয়াখালী জেলা ধীন বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুরে (০৯ নং ওয়ার্ড) এর সুফি মোহাম্মদ ইসমাইল হাওলাদারের বাড়ির সামনে ১৯৯৬ ইং সনে এলাকার গ্রামীন জনগণের
স্বাস্হ্যসেবা নিশ্চয়তার লক্ষ্যে এ কমিউনিটি ক্লিনিক করা হয় । অত্র এলাকার প্রায় ১ থেকে দেড় হাজার বাসিন্দা বিনা টাকায় সরকারি ঔষধ গ্রহণ করে স্বাস্থ্যসেবা নিয়ে আসছে। বিগত ২৫ বছরে এ ক্লিনিকের কোন সংস্কার বা মেরামতের কাজ না করায় ভবনটি একেবারে ঝুঁকিপূর্ণ অবস্হায় আছে। স্বাস্হ্যসেবার পরিবর্তে এখন বন্য প্রাণীর ( শিয়াল চিতা বাঘের ) আনাগোনা এতে ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠছে সেখানে চলাফেরা করা। বিগত ৭ থেকে ৮ বছর যাবৎ এ ভবনে স্বাস্হ্যসেবা বা কোন কার্যক্রম সম্ভব হচ্ছে না। বর্তমানে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চলছে পাশে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিসে। রাজাপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আ ফ ম শফিকুর রহমান জানান কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম তাদের অফিসে চলায় তাদের অফিসের কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে অফিসের একাংশ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালানোর জন্য ছেড়ে দিয়েছে প্রায় চার বছর যাবৎ ।
কমিউনিটি ক্লিনিকের নিজস্ব ভবন পরিত্যক্ত থাকায় সঠিকভাবে স্বাস্হ্যসেবা পাচ্ছেন না এলাকার জনগন।সেখানে কর্মরত মোঃ মিজানুর রহমান জানান তাদের নিজস্ব ভবন চালু না থাকায় ঔষধ পত্র ও তৈজসপত্র রাখতে হচ্ছে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিসে এবং সঠিক সময়ে সঠিক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না ।অনেক সময় সেবা দিতে বিলম্ব হয় বলে ঢ়ূড় আচরনও সহ্য করতে হয় কর্মরত মিজানুর রহমানকে মিজানুর রহমান আরো জানান ক্লিনিক মেরামত করার জন্য বিভিন্ন সময় চেষ্টা করলেও এ ব্যাপারে স্বাস্হ্য বিভাগের কোন সারা পাওয়া যায় নি । কমিউনিটি ক্লিনিকের সঠিক সেবা নিশ্চয়তার লক্ষ্যে এলাকার জনগন ভবনটি সংস্কারের জন্য উর্ধতন কর্মকর্তাদের সহায়তা কামনা করছেন।
Leave a Reply