ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে করা রিটটি তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। সোমবার শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি তালিকা থেকে বাদ দেন।
গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক প্রধান ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। ওই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক গতকাল রিটটি করেন। যা আজ কার্যতালিকায় ২৮ নম্বর ক্রমিকে ওঠে। পরে তা কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট।
আদালতে ফারুকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, আইনজীবী কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন। এনএসসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান শুনানিতে অংশ নেন।
রিট আবেদনকারীর আইনজীবী এ কে এম আজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শুনানির পর আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে। আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বলেন, ‘শুনানি নিয়ে আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে কি না, তা জেনে জানাতে পারবো।’
Leave a Reply