ডেস্ক রিপোর্ট :‘আমার পরিচিত একজন সিনিয়র সিভিল সার্ভিস কর্মকর্তা সম্প্রতি অভিযোগ করেছেন- ব্যাংকে সেবা পেতে গিয়ে তাকে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। কারণ তখন ব্যাংকে পর্যাপ্ত টাকা ছিল না। পরে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করে এনে তাকে টাকা পরিশোধ করা হয়। এ ধরনের পরিস্থিতি যেন আর না হয়। ব্যাংকে গিয়ে সময় নষ্ট না করে গ্রাহক যেন দ্রুত সেবা পান সে ব্যবস্থা করতে হবে। এ জায়গায় কার্ড ব্যবহারের গুরুত্ব অত্যধিক।’
শনিবার রাজধানীর একটি হোটেলে মাস্টারকার্ড ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি যৌথভাবে একাধিক নতুন কার্ডসেবা চালু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির চেয়ারম্যান আনোয়ারুল হক, ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও ড. জাহিদ হোসেন, হেড অব কার্ডস অ্যান্ড এডিসি মোস্তাফিজুর রহমান এবং মাস্টারকার্ডের ডিরেক্টর জাকিয়া সুলতানা।
Leave a Reply