শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালিপাড়ায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহিনুর আক্তার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে ভীড় জমায় অসংখ্য উৎসুক জনতা।
তাহারা ধন্যবাদ জানায় প্রশাসনকে। উক্ত অভিযানে পশ্চিমপাড়, মহুয়ার মোড়, ঘাঘর বাজারের সড়ক সহ ফুটপাত দখল করে দীর্ঘদিন যাবৎ ব্যাবসা চালিয়ে যাওয়া শতাধীক অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।
এ সময় সহকারী কমিশমনার (ভূমি) প্রতিক দত্ত, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বি এন পির সাধারণ সম্পাূক আবুল বসার হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, ব্যাবসায়ী বৃন্দ ও এলাকার সাধরন জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply