স্টাফ রিপোর্টার : ভরণ পোষণ দেওয়াকে কেন্দ্র করে বাবা-মা কে মারপিট করে ছেলেরা। অভিমানে বিষ পানে আত্মহত্যা করেছে শুরেন গাইন (৮০) নামক এক বৃদ্ধ বাবা।
শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে এলাকার মতিলাল গাইনের ছেলে।
জানা যায়, নিহত শুরেন গাইন দম্পত্তির খোকন গাইন (৪৫) ও প্রদিপ গাইন (৪০) নামক দুটি ছেলে রয়েছে। ভরণ পোষণ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাই ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে বৃদ্ধ বাবা-মা কে মারপিট করে আসছিলো দীর্ঘদিন। ঘটনার দিন মারপিট করায় অভিমানে বাবা শুরেন গাইন বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ প্রেরণ করেন শুরেনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তার। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করা শর্তে একাধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান- শুরেন গাইন ও তার স্ত্রী আলাদা ভাবে দুই ছেলের কাছে থাকতো, থাকা-খাওয়া নিয়ে প্রায়ই বাবা-মাকে পারপিট করতো ছেলেরা।
সুচিত্রা গাইন বলেন- আমার শ্বশুর কিছুটা মানুষিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান- অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply