বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ সাবেক এমপির বাসভবন থেকে র্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজ মাঠে শেষ হয়।
পরে কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।
তার বক্তব্যে বলেন, জাতীয় বিল্পব ও সংহতি দিবস। ১০৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিল্পবের মাধ্যমেই রক্ষা পেয়েছে বাংলাদেশের স্বাধীনতা। তেমনি ৫ আগষ্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিল্পবের মাধ্যমে ফ্যাসিবাদ সরকার মুক্ত বাংলাদশ প্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহায়ক ও কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাঃ তছলিম তালুকদার, উপজেলা বিএনপি’র সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম জসিম, যুগ্মআহবায়ক মোঃ রিয়াজ মাহমুদ,পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক ছাত্র নেতা শাহীন রেজা ও ছাত্রনেতা রায়হান আকাশ প্রমুখ।
অপর দিকে উপজেলা বিএনপি ও পৌর শাখার উদ্যোগে বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা বিএনপি’র আহবায়ক আঃ জব্বার মৃধার সভাপতিত্বে মুক্তমঞ্চ বাউফল পাবলিক মাঠে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহা. মুনির হাসেন।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,পৌর বিএনপি’র আহবায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান পলাশ, বিএনপি নেতা মামুন মৃধা প্রমুখ।
Leave a Reply