স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সুষ্ঠভাবে পালনের লক্ষে আইন শৃংখলা বজায় রাখার নিমিত্তে গোপালগঞ্জের কোটালিপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সেনা বাহীনি কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে মন্দির কমিটির সদস্যদের সাথে আইন শৃংখলার বিষয়ে মত বিনিময় করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় – গোপালগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার লেঃ কর্নেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুসাদ, ক্যাপ্টেন আসিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, আনসার কর্মকর্তা রুশান খান,পূজা উদযাপন পরিষদ কোটালিপাড়ার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, কেন্দ্রীয় কালি মন্দির কমিটির সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, সাবেক কাউন্সিলর সঞ্জয় মজুমূার, সুভাষ বালা সহ মন্দির কমিটির সদস্য বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply