চিকিৎসক ও স্বজনদের আসেন এবং ঘটনাটি ওসি কামাল হোসেনকে অবহিত করেন। এরপর থেকে শুরু হয় নানা নাটকিয়তা। এ ঘটনায় যাতে কোন মামালা না হয় সে জন্য শুরু হয় দেনতদবির। ওসি মামলা নেই নেব বলে ভিকটিমদের ৫ ঘন্টা থানায় বসিয়ে রাখেন। এরিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৩টা) ধর্ষিতর পরিবার মামলা করতে পারেননি।
ধর তাকে বলেন,সেকেন্ট অফিসার বাইরে আছেন, থানায় এসে তিনি ব্যবস্থা নিবেন। ততোক্ষন পর্যন্ত অপেক্ষা করতে না পারলে বাইরের কোন কম্পিউটরের দোকান থেকে এজাহার লিখে আনতে বলেন। ওসির এ দায়িত্বহীন কথাবর্তায় সন্তোষ্ট হতে পারেননি তিনি। পরে নিরুপায় হয়ে সেকেন্ট অফিসারের জন্যতারা থানায় অপেক্ষা করছেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ভিকটিমসহ স্বজনরা থানায় এসেছে । আমি তাদের সাথে কথা বলেছি। কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়া হয়নি
Leave a Reply