ফারহানা আক্তার, জয়পুরহাট : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট প্রেসক্লাবের সোমবার ( ৭ অক্টোবর ২০২৪ ) বেলা ১২ টার দিকে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের ইসলামী আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ,সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল,দৈনিক সংগ্রামের জয়পুরহাট জেলা প্রতিনিধি ও জয়পরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম,সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের সদস্যরা।
স্মরণ সভায় মরহুম রুহুল আমিন গাজীর জীবনী নিয়ে নানা আলোচনা করা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও দেশে ঘটে যাওয়া সাংবাদিকদের হত্যা ও মামলা, নির্যাতন সহ সাগর – রুনি হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবী জানান সাংবাদিকরা।
Leave a Reply