স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়াবাসী।
শুক্রবার (৯ আগষ্ট) বেলা ৩টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ করে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চন্দ্রদিঘলিয়া থেকে বিজয়পাশা-গদাইখালী এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশে চন্দ্রদিঘলিয়া, শুকতাইল, চরশুকতাইল, পাইকান্দি, গোপীনাথপুর, জালালাবাদসহ বিভিন্ন এলাকার স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বিক্ষোভকারী ব্যক্তিদের হাতে রামদা, কুড়াল, ঢাল, লাঠিসোঁটাসহ দেশি অস্ত্র দেখা যায়। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ সময়। এতে চরম ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী যাত্রীরা। পরে স্বেচ্ছায় তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা বলেন, ‘অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হোক। এ ছাড়া একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাঁকে দেশ থেকে সরিয়ে দিয়েছে। তাঁরা এর বিচার চান। এ জন্য আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মসূচি পালন করে যাবেন।’
Leave a Reply