বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের আগৈলঝাড়ায় চেক প্রতারনা মামলায় রোববার বরিশালের যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক আসামী কাজী ইদ্রিসকে ৬ মাসের কারাদন্ড ও চেকের সমপরিমান অর্থদন্ডে দন্ডিত করেন।
সুত্রে জানা গেছে, আগৈলঝাড়ায় উপজেলার বাসাইল গ্রামের মুক্তিযোদ্ধা বখতিয়ার শিকদারের কাছ থেকে একই উপজেলার ভাল্লুকসী গ্রামের কাজী মতিয়ার রহমানের ছেলে কাজী ইদ্রিস (৪০) ব্যবসার কথা বলে ৬ লক্ষ টাকা ধার নেয়। ওই টাকা পরিশোধ বাবদ কাজী ইদ্রিস একটি চেকে স্বাক্ষর করে মুক্তিযোদ্ধা বখতিয়ার শিকদারকে ব্যাংক থেকে টাকা তুলে নিতে বলে। বখতিয়ার শিকদার একধীকবার টাকার জন্য ব্যাংকে যায় ইদ্রিস কাজীর স্বাক্ষরিত চেক নিয়ে। ইদ্রিস কাজীর একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার করে ব্যাংক থেকে ফেরত দেয়া হয়। বখতিয়ার শিকদার টাকা না পেয়ে বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতে চেক প্রতারনার একটি মামলা দায়ের করেন কাজী ইদ্রিসের বিরুদ্ধে। (যার মামলা নং-৪১৫/১৯)। ওই মামলায় গত রোববার বরিশালের যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক রায় প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়েছে চেক দিয়ে প্রতারনা করার অপরাধে কাজী ইদ্রিসকে ৬ মাসের কারাদন্ড এবং চেকের সমপরিমান অর্থদন্ডে দন্ডিত করেন। রায়ের সময় আসামী কাজী ইদ্রিস আদালতে উপস্থিত ছিলেন না।
Leave a Reply