মো.হারুনুর রশিদ, কচুয়া: কচুয়া উপজেলার অন্তর্ভুক্ত; উজানী (মিয়াজী বাড়ী) থেকে মুঠোফোনে ডেকে নিয়ে জুয়েল কে হত্যা।
(১৪ অক্টোবর) শুক্রবার সকালে চান্দিনা উপজেলার কাদুটি রোড-সংলগ্নে কে বা কাহারা মারধর করে ফেলে যায়। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই হত্যা করা হয়েছে,নিহত জুয়েল কে, জানাযায় জুয়েল উজানী (মিয়াজী বাড়ির) সফিউল্লার ছেলে।
নিহত জুয়েল মৃত্যুর পূর্বে’ এক জবানবন্দিতে বলেন- আমাকে সম্রাট নামের এক ব্যক্তি মুঠোফোনে ডেকে নিয়ে যায়, আমি সেখানে গেলে এক পর্যায় আমাকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে আঘাত করে, এবং মারধর শেষে আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। সেখান থেকে এক সিএনজি চালক আহত অবস্থায় নবাবপুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।
নিহত পরিবারের স্বজনরা জানান- আমার ছেলে জুয়েল কে পরিকল্পিত ভাবে পূর্বশত্রুতার জের ধরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, চান্দিনা থানার প্রসাশনের সু’দৃষ্টি কামনা করছি। যারা যারা আমার ছেলে হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক, এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
Leave a Reply