মুক্তার হোসেন, গোদাগাড়ী: মুজিববর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দ্বিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে।
দিবসটি উপলক্ষ র্যালি বের করা হয়।
ব্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মখর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)প্রকৌশলী আবু বাশির, মোহনপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, দ্বিগ্রাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান, সাবেক প্রধান শিক্ষক ইফতেখার হোসেন, স্কাউট সাধারন সম্পাদক নাজমুল হক প্রমূখ।দিবসটি উপলক্ষ বিদ্যালয় মাঠে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রর্দশন করা হয়।
পরে লোকসংগীত (আলকাপ) গান দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
Leave a Reply