গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,
গাইবান্ধা শহরের সদর হাসপাতাল রোডে বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসারত ভূয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে আজ বুধবার ১৪ অক্টোবর দুপুরে র্যাবের একটি আভিযানিক দল আটক করে। সদর হাসপাতাল রোডে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দীর্ঘদিন যাবৎ এই ভূয়া ডাক্তার টাঙ্গাইল জেলার একজন চিকিৎসকের রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডাক্তার সেজে চিকিৎসা দিয়ে আসছিলেন। জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম. ফয়েজ উদ্দিন ঐ ভুয়া ডাক্তার মোরশেদ আলমকে ৯০ হাজার টাকা জরিমান এবং ভবিষ্যতে আর কোথাও ডাক্তারি করবেনা মর্মে মুচলেকা দিলে তাকে ছাড়াদেন। এ অভিযানে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ইনচার্জ মুন্না বিশ্বাসসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply