বাউফল থেকে শাকের আমীন,
পটুয়াখালী জেলা ধীন বাউফল উপজেলার কালিশুরী থেকে কাছিপাড়া যাওয়ার একমাত্র মাধ্যম যে রাস্তাটি বহুদিন যাবৎ এ রাস্তার মেরামত কাজ না হওয়ায় রাস্তা ভেঙ্গে বেহাল অবস্থার সৃষ্টি হয়। রাস্তার মেরামত না হওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল ও জীবনমান।তেমনি কিছুদিন পূর্বে পন্ডিত বাড়ি নামক পয়েন্টে রাস্তা ভাঙাচোরা থাকায় ঐখান দিয়ে গাড়িতে এক মহিলা যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে তার পা ভেঙে যায় বিষয়টি দেখে ফেলে কালিশুরী ইউনিয়নের (০৯ নং ওয়ার্ড) রাজাপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জ এবং থানা আওয়ামী লীগ কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ সেলিম মৃধা সাহেব বিষয়টি দেখে তিনি খুব কষ্ট পেয়েছেন এরপরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন নিজ অর্থায়নে রাস্তা মেরামতের কাজ করবেন।
আজ বেলা ১১ টার সময় তার নিজ অর্থায়নে ৪০ থেকে ৪৫ হাজার টাকা ব্যয় করে ১৫ জন শ্রমিক দিয়ে কবিরকাঠী পন্ডিত বাড়ি থেকে ফরাজী বাড়ি পর্যন্ত রাস্তায় ইট বালি দ্বারা মেরামতের কাজ করান। তিনি বলেন মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি নিজ অর্থায়নে এ কাজ করেন তিনি জানান ওই দিনের ওই দুর্ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন খুব আর যেন কোনো মানুষ দুর্ঘটনার শিকার না হয় এবং চলাচলে মানুষের দুর্ভোগ কমে আসে সে জন্যই তিনি এ পদক্ষেপ নিয়েছেন।এতে এলাকাবাসী খুব খুশি হয়েছেন । এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সমাজসেবামূলক এ কাজটি করতে পেরে তিনি নিজেও খুব খুশি হয়েছেন ।সেলিম মৃধা সাহেব তার এবং তার পরিবারের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনার এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply