ভাঙ্গুড়া থেকে মিনু রহমান খান,
পরম ধর্ম,আসুস্থ পথচারী বৃদ্ধকে সেবা করলেন আনসার কমান্ডার সাকাওয়াত। ঘটনাটি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার কলেজ পাড়া মোড়ে আজ আনুমানিক ১ঃ০৫ মিনিটের দিকে। অসুস্থ এক বৃদ্ধ লোক রাস্তায় পরে ছিলেন। পরে তাকে সেবা দিয়ে পানি খাবার খাইয়ে ভ্যান গাড়ীতে তুলে বাড়ি পৌঁছে দেন, সাকাওয়াত।
ঘটনার বিবরণে জানা যায় সোনা নিশি নামে এক বয়স্ক লোক ক্ষুধায় কাতরাচ্ছিলেন। সবার কাছে সাহায্য চাচ্ছিলেন কিছু খাবারের জন্য। পানি পানি করে চিৎকার করছিলেন, পরে আস্তে আস্তে অসুস্থ পরেন। কিন্তু তার পাশে কেউ আসলেন না। সবাই ভেবেছিল লোকটি হয়তো পাগল তাই তার কথা কেউ বিশ্বাস করছিলেন না।
ঘটনার আকস্মিকতায় কলেজপাড়া মোড়ে করোনা টিকা রেজিস্ট্রেশন বুথে কাজ করছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার ও বাংলাদেশ ছাত্রলীগ ভাঙ্গুড়া পৌর শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক সাকাওয়াত।
বয়সের ভারে হেলে পড়া লোকটির কাকুতি-মিনতি দেখতে পেয়ে বুথ থেকে উঠে ওই বৃদ্ধ লোকটির পাশে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি এতটাই দূর্বল হয়ে পরলেন যে কথা বলতে পারছিলেন না। পরবর্তীতে তাৎক্ষণিক
,কলা,পাওয়া রুটি, কেক ও ফ্রেশ পানি নিয়ে বৃদ্ধ লোকটিকে খাইয়ে দেন।
খাওয়া শেষে একটু সুস্থ হলে বৃদ্ধ লোকটিকে কোলে করে ভ্যানে তুলে দিয়ে এবং ভ্যান ভাড়া দিয়ে তার গন্তব্যে পৌঁছে দেন। বৃদ্ধ লোকটি বিদায়ের সময় প্রাণভরে দোয়া ও আশীর্বাদ করেন।
জানা যায়,ওই বৃদ্ধের বাড়ী পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করোকোলা গ্রামে। তিনি পেশায় ছিলেন একজন কুলি। একসময়ে অনেক ভারী ভারী বস্তু মাথায় বহন করলেও এখন বয়সের ভারে তার নিজের চলাই কঠিন হয়ে পড়েছে।
সাকাওয়াতের এই মহৎ কাজের জন্য উপস্থিত উৎসুক জনতা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করল।
উল্লেখ সাকাওয়াত পৌরসভার মাষ্টার পাড়ার শেখ মোঃ আব্দুস সামাদ মাষ্টারের তৃতীয় পুত্র।
Leave a Reply