ভাঙ্গুড়া থেকে মিনু রহমান খান,
গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল পাবনার ভাঙ্গুড়ায় ।
১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম। বর্তমানে আওয়ামীলীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে প্রমাণ রেখেছেন।
স্বেচ্ছাসেবক লীগের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোঃনাছির উদ্দিন মাষ্টার (এমএ,এমএসএস,এলএলবি)কর্মসূচীর কথা জানিয়ে বলেন, আজ মঙ্গলবার ২৭শে জুলাই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য রয়েছে সকাল সাড়ে ৯টায় সংগঠনের ভাঙ্গুড়া উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। এ ছাড়া সকাল ১০ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা। এছাড়া সন্ধ্যা ৭.৩০ মিনিটে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগ ভাঙ্গুড়া উপজেলা জেলা শাখার সভাপতি মোঃনাছির উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ ছালাম মেম্বার, সেক্রেটারি মোস্তফা কামাল । ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,। সাংগঠনিক সম্পাদক আসলাম আলী,পৌর মেয়র,(পৌর সাধারণ সম্পাদক) গোলাম হাসনায়েন রাসেল, আজাদ খান,সরদার আবুল কালাম আজাদ,এবং যুবনেতা ইবনুল হাসান শাকিল,ছাত্রনেতা হেলান উদ্দিন খান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
এসময় সভাপতির বক্তব্যে নাছির উদ্দিন মাষ্টার বলেন, করোনা মহামারীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের আয়োজন সীমিত করা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান এবং দলের জন্য নেতিবাচক কাজকর্ম থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ করেন।
স্বেচ্ছাসেবক হিসেবে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করে সকলের পাঁশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও ঘোষণা দেন ও বিভিন্ন অনাবাদি জমিতে বৃক্ষরোপণ করতে বলেন।
উল্লেখ্য যে, এ উপলক্ষ্যে পৌর মেয়র (পৌরসভার সাধারণ সম্পাদক ) গোলাম হাসনায়েন রাসেল করোনা কালিন সময়ে ৬টি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্রি টিকারেজিষ্ট্রেশন বুথ কর্মসুচি চালু করেন।
Leave a Reply