আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃএসএম ওমর আলী সানি
বরিশালের আগৈলঝাড়ায় পিতাকে তার সন্তানেরা খাবার না দেয়ার কারনে গতকাল শনিবার ভোর রাতে কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ সকালে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত ভগিরত বাড়ৈর ছেলে মহেন্দ্র বাড়ৈ (৭০)কে তার সন্তানেরা ঠিক মত খাবার না দেয়ার কারনে গতকাল শনিবার ভোর রাতে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় দিলীপ বাড়ৈ ও অধির বাড়ৈ জানান, মহেন্দ্র বাড়ৈর বাড়িতে তার দুই ছেলে সন্তান ও তাদের স্ত্রীরা রয়েছে। তারা মহেন্দ্র বাড়ৈকে ঠিক মতো খাবার দিত না। তাই মহেন্দ্র তার পরিবারের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এব্যাপে আগৈলঝাড়া থানা এসআই মো. আলী হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে মহেন্দ্র বাড়ৈর ঝুলন্ত লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে বরিশাল মর্গে প্রেরন করেছে। থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়াহবে।#
Leave a Reply