বাংলাদেশ খবর ডেস্ক,
দেশের ছবিতে এ মুহূর্তের সেরা নায়ক শাকিব খান। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত এক যুগেরও বেশি সময় একচ্ছত্র রাজত্ব করছেন তিনি। বলা যায় অপ্রতিদ্বন্দ্বী। তার সমসাময়িক কেউ নেই এখন। কাছাকাছি সময় কিংবা পরবর্তী সময়ে যারা নায়ক হয়েছেন তারাও পরিসংখ্যান তত্ত্বে তার চেয়ে অনেক পিছিয়ে আছেন। নির্মাতারা শাকিব খানের বিকল্প হিসাবে অনেককেই উপস্থাপন করতে চেষ্টা করেছেন; কিন্তু সফল হননি। শাকিব তার মেধা ও ট্যাকটিক্যাল স্ট্যাটেস্টিক মেনেই পথ চলছেন।
সময়ের সঙ্গে অভিনয় কিংবা নিজেকেও বদলে নিচ্ছেন প্রতিনিয়ত। আজ এ নায়কের জন্মদিন। দিনটিতে তিনি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিং নিয়েই ব্যস্ত থাকছেন। সেখানেই সীমিত পরিসরে কেক কেটে দিনটি উদযাপন করা হবে বলে জানিয়েছেন। তবে শাকিবের জন্মদিনে ঢাকাই ছবির কয়েকজন সুপারস্টার শুভেচ্ছা জানিয়েছেন। প্রখ্যাত চিত্র নায়িকা ববিতা তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শাকিব আমার সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছে। সর্বশেষ ‘খোদার পরে মা’ ছবিতে আমার সন্তানের চরিত্রে অভিনয় করেছে। অভিনয়ে সে এখন অনেক ম্যাচিউরড। আর দেখতে মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম। তার ব্যবহারও চমৎকার।দীর্ঘদিন ধরে নিজেকে একই অবস্থানে টিকিয়ে রাখাটাও একটা যুদ্ধ। সেই যুদ্ধে একজন যোদ্ধা হিসাবে শাকিব জয়ী। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তাকে আল্লাহ সুস্থ রাখুন।’
চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘শাকিবের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করা হয়েছে। তার কাছে আমার একটাই চাওয়া, এ দেশের কোটি কোটি মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে, আগামীতে যেন মানুষের জন্য শাকিব অনেক বেশি জনকল্যাণমূলক কাজ করে। আর এটি সত্য, দীর্ঘদিন সিনেমায় শক্ত অবস্থানে টিকে থাকার জন্য অবশ্যই যোগ্যতা লাগে। একজন নায়কের যেসব গুণাবলি থাকা প্রয়োজন তার সবই আছে শাকিবের।’
চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘আমার জন্মদিনে শাকিব লাইভ অনুষ্ঠানে আমাকে ফোন করে অবাক করে দিয়েছিল। আমার যদি এমন কোনো সুযোগ থাকত আমিও হয়তো তাকে সারপ্রাইজ দিতাম। আমাদের প্রায় একই সময়ে সিনেমায় পথচলা। শুরু থেকেই নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তার অদম্য চেষ্টা, শ্রম এবং সিনেমার প্রতি অধ্যবসায়, ভালোবাসা এবং এখনো তা অটুট থাকাই তাকে আজকের কিং খান কিংবা সুপারস্টারে পরিণত করেছে। সময়ের সঙ্গে শাকিব তার নিজের লুক, গেটআপেরও পরিবর্তন করেছে। সব মিলিয়েই সে তার স্বপ্নপূরণ করতে পেরেছে, এটাই অনেক বড় প্রাপ্তি।’
Leave a Reply