বাংলাদেশ খবর ডেস্ক,
দুই বছর বিরতির পর বাংলাদেশ বেতারের নাটকে অভিনয় করেছেন তানভীন সুইটি। নাটকের নাম ‘একটি দলিল ও একজন ভ্যানচালক’। মাসুম রেজার রচনায় এ নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী। এটি মুজিববর্ষ উপলক্ষ্যে নির্মিত হয়েছে। নাটকে ভ্যানচালকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুইটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ইদানীং অভিনয়েই কম সময় দিচ্ছি। কারণ সাংগঠনিক কাজেও প্রচুর সময় দিতে হয়। তারপরও যাত্রীর আমন্ত্রণে অনেকদিন পর বেতার নাটকে অভিনয় করেছি। নাটকের গল্প বেশ ভালো। আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে নাটকটি উপভোগ্য হবে বলেই আমি মনে করছি।’
নাটকটি চলতি মাসেই প্রচার হবে বলে জানিয়েছেন প্রযোজক। অন্যদিকে টিভি নাটকেও তার নিয়মিত উপস্থিতি রয়েছে। জাহিদ হাসানের পরিচালনায়হ বিটিভিতে প্রচারচলতি ‘পিছুটান’ নামের ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া কিছুদিন আগে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে তার। এর নাম ‘ওভারটাইম’। পরিচালনা করেছেন শামীর। অভিনয়ের পাশাপাশি পাঁচ বছর পর টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় ফিরছেন এ অভিনেত্রী।
Leave a Reply