স্পোর্টস ডেস্ক : কলম্বোতে জয়ের পথ মসৃণ করে দিয়েছিলেন বোলাররা। পাকিস্তানের বিপক্ষে বাকি পথ দারুণভাবে সামলে নেন ব্যাটাররা। ওয়ানডে বিশ্বকাপেও তাতে এসেছে দুর্দান্ত শুরু। ৭ উইকেটের জয় পাওয়ার দিনে ম্যাচের সেরা হয়েছেন পেসার মারুফা আক্তার।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে মারুফার তোপের মুখে পড়ে পাকিস্তান। সেই তোপ আর ঘূর্ণি চলতেই থাকে। টেনেটুনে পাকিস্তান শতরান পেরিয়ে ১২৯ পর্যন্ত যায়। বোলারদের ভিত গড়ে দেওয়া লক্ষ্যে রুবিয়া আক্তারের ফিফটি আর সোবান মোস্তারির ২৪ রানে ভর করে আসে শুভসূচনা। বাংলাদেশের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, ৭ অক্টোবর।
বৃহস্পতিবার নিজেদের উদ্ধোবনী দিনে ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন বাংলাদেশি পেসার মারুফা। শুরুতেই ব্যাকফুটে পরে যায় পাকিস্তান। ২ রানে ২ উইকেট হারানোর পর মুনিবা আলি ও রামিন শামিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
শুরুতেই এমন ধাক্কায় ধীর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। প্রথম পাওয়ার প্লেতে আসে ৪১ রান। ধাক্কা কাটিয়ে এরপর যখন রানের চাকা সচল করার তাগিদ তখনই বাধা হয়ে দাঁড়ান নাহিদা আক্তার। তিন রানের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন মুনিবা আলী (১৭) ও রামিন শারমিনকে (২৩)।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন পাকিস্তানের মেয়েরা। ৭ নম্বরে ব্যাটিংয়ে এসে অধিনায়ক ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করলেও ১২৯ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পর আরেক আক্তার স্বর্না স্পিনে ৩ উইকেট তুলে নিলে পাকিস্তানের ৩৮.৩ ওভারেই অলআউট।
জবাবে দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ডায়ানা বেগের বলে ফেরেন ওপেনার ফারজানা। এরপর শারমিনকে নিয়ে জুটি গড়েন রুবিয়া হায়দার। দলীয় ৩৫ রানে শামিমের বলে লেগ বিফোরের ফাঁদে ১০ রান করে বিদায় নেন শারমিন। এরপর তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন নিগার সুলতানা ও রুবিয়া হায়দার। দলীয় শতকের ৩ রান আগে বাংলাদেশ অধিনায়ক ২৩ রানে আউট হন। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে ম্যাচ শেষ করে আনেন রুবিয়া। ৫৪ রানে রুবিয়া ও ২৪ রানে অপরাজিত ছিলেন সোবহানা।
Leave a Reply