ডেস্ক রিপোর্ট : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট শক্তি এবং তাদের মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল। সেখান থেকে এক বছরে বর্তমান অবস্থায় নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে চাই। আমাদের বিশ্বাস, আমরা পারব।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে ছোট-বড় মিলিয়ে এখন পর্যন্ত ৪৯টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আইজিপি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া ৭৬০টি মামলার মধ্যে মাত্র ৫৫টিতে চার্জশিট দিয়েছে পুলিশ। বাকি সব মামলাই এখনো তদন্তাধীন। এসব মামলার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় মামলা রয়েছে ৯৭৪টি। চার্জশিট দেওয়া ৫৫টির মধ্যে ১৮টি হত্যা মামলায় এক হাজার ৯৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে অন্যান্য ধারার ৩৭ মামলায় অভিযুক্ত হয়েছেন দুই হাজার ১৮৫ জন আসামি। ফৌজদারি কার্যবিধির ১৭৩-এ ধারা অনুযায়ী ইতোমধ্যে ১৩৬ জনকে মামলার দায় থেকে আদালত অব্যাহতি দিয়েছে। আরও ২৩৬ জনকে নির্দোষ বিবেচনা করে অব্যাহতির আবেদন আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ প্রধান বলেন, মিথ্যা মামলা বা নির্দোষ ব্যক্তিকে আসামি করার বিষয়ে সরকার ইতোমধ্যেই রিলিফ ঘোষণা করেছে। কেউ নির্দোষ মনে করলে পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারেন। তদন্ত শেষে আদালত তাদের দায়মুক্তি দিতে পারবেন। মাঠ পর্যায়ের পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, ভালো-মন্দ মিলেই সবাই। যদি নির্দিষ্টভাবে পুলিশের কারও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়, অবশ্যই শক্ত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দায়ের করা মামলাই অনেক সময় ভোগান্তির কারণ হয়। সেখানে পুলিশও যদি অনিয়মে জড়িয়ে পড়ে, তবে মানুষের আশ্রয় নেওয়ার জায়গা থাকে না। এ জন্য সদর দপ্তর থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে পুলিশের মোট ২ লাখ ১৩ হাজার সদস্যের মধ্যে দেড় লাখ সদস্যকে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Leave a Reply