গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব
মুক্তিযুদ্ধ কালিন সময়ের উত্তাল মূহুর্তে রনাঙ্গন কাপানো বীর সেনানী। বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজি আতাউর রহমান। যিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে গোপালগঞ্জের ভাইটাপাড়া ওয়ার্লেস,শরিয়তপুরের ভেদরগঞ্জ,ডামুড্ডাসহ তিনটি সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেছিলেন।
স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধার কোন সুযোগ তিনি পাননি। সর্বশেষ জামুকার যাছাই বাছাইতেও টিকেছেন। কিন্তু কোন ভাতা বা সুযোগ পাচ্ছেন না। প্রকৃত একজন মুক্তিযোদ্ধার যা দরকার তা সবেই তার আছে নাই স্বীকৃতি, নাই সুযোগ সুবিধা। এখনও কাগজপত্রের ফাইল নিয়ে দারস্থ হচ্ছেন অনেকের কাছে। অনেক কষ্টে বেঁেচ আছেন তিনি। অভাব অনটন তার নিত্য সঙ্গী। করোনাকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে কাটছে তার দিন।
শত কষ্টের মাঝেও সদা-হাস্যজ্জল বীর মুক্তিযোদ্ধা কাজি আতাউর রহমান গতকাল এই প্রতিনিধিকে বলেন,জাতির জনকের ভাষনে অনুপ্রানিত হয়ে এবং কৃষককুলের নয়নমনি সহিদ আবদুর রব সেরনিয়াবাদের ডাকে সারা দিয়ে দেশ মাতৃকার টানে যুদ্ধ করেছি। ভাতা পাবো ভাতা খাব এ চিন্তা তখন ছিল না। তখন চিন্তা ছিল একটাই জীবনের বিনিময় হলেও স্বাধীন বাংলাদেশ করে আসবো। অনেক সমস্যায় আছি। যেহেতু বেঁেচ আছি সরকার সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে কেন আমরা বঞ্চিত হব ? এটার প্রাপ্যতা আমার অধিকার।
Leave a Reply