নিহতের স্ত্রী মিম খাতুন জানায়, হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামীকে, পাশের বাড়ির হালিম ও মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্বামী মতিয়ার প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে দিয়ে কোপাতে থাকে। আমার স্বামী নিস্তেজ হয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়, তার নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর দুইজনকে একই ভাবে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মতিয়ারকে মৃত ঘোষণা করে ও অপর দুইজনকে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। তাদের অবস্থা আশংঙ্কাজনক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে মশরহাটি-মহাকাল এলাকার ঘাট-গোডাউন দখলকে কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। আর এ বাহিনীর নেতৃত্বে রয়েছে সাবেক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা জিহাদের সন্ত্রাসী বাহিনী যা বর্তমানে অভয়নগর উপজেলার ছাত্রদলের এক নেতার নিয়ন্ত্রণে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, অত্র এলাকার এক ছাত্রদলের নেতা সাবেক জিহাদ বাহিনীর নেতৃত্বে দিচ্ছেন। এবং বিএনপির দু’গ্রুপের আধিপত্য বিস্তারের লক্ষে এমন ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: অথৈ সাহা জানান, রাতে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পায়। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। তাৎক্ষনিক বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানানো হয়েছে।
এবিষয়ে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করতে দেবোনা যারা দলের নাম ভাঙিয়ে অপরাধ করবে তাদের বিরুদ্ধে দলিয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে হত্যায় জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply