বাংলাদেশ খবর ডেস্ক,
অবশেষে সীতাকে খুঁজে পেলেন রাম। থ্রিডি অ্যাকশন ছবি ‘আদিপুরুষ’-এ রামের বিপরীতে সীতা কে করবেন- এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল বলিউডভক্তদের মধ্যে। আগেই রামের চরিত্রে নির্ধারিত ছিলেন বাহুবলিখ্যাত অভিনেতা প্রভাস। তার বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করার জন্য আনুশকা শর্মা, কীর্তি সুরেশ, কিয়ারা আদবানীসহ অনেকের নামই ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে সীতা চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন কৃতি শ্যানন। পৌরাণিক এ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান। সীতার চরিত্রে অভিনয় করা নিজের জীবনের এক অনন্য সুযোগ হাতছাড়া করতে চাননি কৃতি। প্রস্তাব পাওয়া মাত্র রাজি হয়ে যান।
সীতারূপী কৃতিকে নিয়ে এরই মধ্যে বাজি ধরাও শুরু হয়ে গেছে বলিউডে। কারণ চরিত্রটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য ঐতিহাসিক। ছবির অভিনয়শিল্পীরাও এর জন্য উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে সে ইঙ্গিতও দিয়েছেন প্রভাস। লিখেছেন, ‘সাত হাজার বছর আগে পৃথিবীতে এক বুদ্ধিমান রাক্ষসের অস্তিত্ব ছিল।’ অন্যদিকে সাইফের স্ত্রী কারিনা একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ইতিহাসের সবচেয়ে সুন্দর রাক্ষসকে নিয়ে আসছেন আমার পুরুষ সাইফ আলি খান।’ জানা গেছে, সাত হাজার বছর আগেকার ঘটনাকে তুলে ধরা হচ্ছে ‘আদিপুরুষ’ ছবিতে। পরিচালনা করছেন ওম রাউত। আগামী বছর থেকে শুটিং শুরু হবে এবং ২০২২ সালের ১১ আগস্টে ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়ে রেখেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান।
মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করা কৃতি শ্যাননের বড় পর্দায় অভিষেক হয় তেলেগু ছবি ‘১ : নেনোক্কাদিন’-এর মাধ্যমে ২০১৪ সালে। সে বছরই অভিনয় করেন হিন্দি ‘হিরোপন্তি’ ছবিতে। তার অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১৩। অভিনয়ে কৃতিত্বের স্বাক্ষর হিসেবে জয় করে নিয়েছেন ফিল্ম ফেয়ারসহ চারটি পুরস্কার। তিনি বলেন, ‘আমার জন্য বড় পুরস্কারটি অপেক্ষা করছে সামনে। এ জন্য সবাইকে আদিপুরুষ ছবিটি মুক্তির সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
Leave a Reply