কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে চুড়ান্ত প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আল মাছুম মুর্শেদ (শান্ত)কে নৌকা প্রতিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম তারিকের বিপরীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন আল মাছুম মুর্শেদ শান্ত।
খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে জানান, “দল থেকে খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্তকে নৌকা প্রতিকে মনোনীত করেছে। আমরা খোকসা উপজেলা আওয়ামী লীগ, এবং নেতৃবৃন্দরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।” আগামী ১লা ডিসেম্বর খোকসা পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ৩ ডিসেম্বর মনোনয়পত্র বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১২.৩৮ কিলো মিটার এলাকা জুড়ে খোকসা পৌর সভায় ০৮টি ওয়ার্ড রয়েছে। এতে মোট ভোটার রয়েছে ২৩ হাজার ৬শ ৬৪জন। ২০০১ সালের ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে খোকসা পৌর সভা।
Leave a Reply