কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় হৃদয় শেখ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ০৪ নভেম্বর রাত ১০টার দিকে ভেড়ামারা-জগশ্বর সড়কের জগশ্বর কালভাট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হৃদয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার আলম শেখের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল এ তথ্য নিশ্চিত করে জানান, ভেড়ামারা-জগশ্বর সড়কের জগশ্বর কালভাট অতিক্রম করে মোটরসাইকেল আরোহী হৃদয় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এসময় গুরুত্বর স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রাম্য সড়কে অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটেতে পারে বলেও জানায় এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply