ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার পর্যন্ত ১২ দিনে কার্ডের বিপরীতে ন্যায্যমূল্যে ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
বাকি ২ লাখ ৮২৯টি পরিবারের কাছে দ্রুত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় ৮১ জন ডিলারের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে।
এখন পর্যন্ত ৬৬৮ দশমিক ৫০৬ মেট্রিক টন চিনি, মসুর ডাল এবং ৬ লাখ ৬৮ হাজার ৫০৬ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেখিয়ে ৪৬০ টাকায় দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন ক্রেতারা।
নগরীর ৪১টি ওয়ার্ড, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন ও ১৫টি পৌরসভায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। প্রথম পর্যায়ে পণ্য বিতরণের ৬২ দশমিক ৪৭ শতাংশ কার্যক্রম শেষ হয়েছে। পণ্য বিতরণ কার্যক্রম সুন্দরভাবে শেষ করার জন্য সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে ট্যাগ টিম গঠন করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার পীযুস চৌধুরী জানান, চট্টগ্রামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। বাকি ২ লাখ ৮২৯টি পরিবারের কাছে দ্রুত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা হবে।
Leave a Reply