লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,
লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত,এর নেত্বতে পাটগ্রাম থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া দুইজন শিশুকে ২৬/১০/২০২০ইং উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়েদিছেন পুলিশ। ২৬শে অক্টোবর সকাল অনুঃ ০৯ঃ০০ ঘটিকার সময় কাউকে না বলে মাদ্রাসা হতে বের হয়ে রংপুর জেলার আনন্দ নগর স্টেশন থেকে ট্রেনে করে একসাথে নিজ নিজ বাড়িতে ফেরার পথে ট্রেনে ঘুমিয়ে পড়লে তারা পাটগ্রাম থানাধীন বুড়িমারী রেল ষ্টেশনে চলে আসে। ট্রেন থেকে নেমে অচেনা জায়গা দেখে তারা কান্নাকাটি শুরু করে।
স্থানীয় লোকজন এসে শিশু দুইজনকে উদ্ধার করে পরে পুলিশকে খবরদেয় পুলিশ শিশু দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশু দুইজনের অভিভাবকের সন্ধান করে শিশু উদ্ধারের বিষয়টি জানালে উভয় শিশুর পিতার কাছে ১০শে অক্টোবর ২০২০ইং রাত আনুমানিক ১০ঃটার দিগে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ পাটগ্রাম থানায় হাজির হয়ে তাদের সন্তানদের সনাক্ত করেন। অতঃপর শিশু দুইজনকে পুলিশ তাদের নিজ নিজ পিতার হেফাজতে ফিরিয়ে দিয়েছেন। হারিয়ে যাওয়া শিশুরা হলেন মোঃ শাহ জালাল (১১), রংপুর জেলার কাউনিয়া থানার শিবু কুঠিপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম, এর ছেলে।মোঃ হাবিবুল্লাহ জিহাদী (১৩),রংপুর জেলার কাউনিয়া থানার দঃ হরিচরণ লস্কর গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে। লালমনিরহাটের পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি)সুমন কুমার মহন্ত, জানান পুলিশ সবসময় জনগনের কাজে নিয়োজিত থাকেন তবে সকল অভিভাবকদের নিজের সন্তানের প্রতি সব সময় খোজ খবর নিতে হবে।
Leave a Reply