ডেস্ক রিপোর্টঃ চলতি ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত দেশে ২ হাজার ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বছরের শেষ ৯ দিনে আরও ৪০ থেকে ৫০ কোটি ডলার রেমিট্যান্স আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। ফলে বছর শেষে মোট রেমিট্যান্স দাঁড়াবে ২ হাজার ২০০ কোটি ডলারের বেশি। এর মধ্য দিয়ে চলতি বছরের রেমিট্যান্স ২০২০ সালে আসা রেমিট্যান্সকে ছাড়িয়ে যাবে।
গত জুন মাস থেকে ধারাবাহিকভাবে রেমিট্যান্স কমেছে। গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ২ হাজার ৪৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ডিসেম্বরের প্রথম ২২ দিনে আরও প্রায় ১২৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত ৫ মাসে রেমিট্যান্স ধারাবাহিকভাবে কমলেও ডিসেম্বর মাসে বাড়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
কর্মকর্তারা বলছেন, বর্তমানে ডলারের দরবৃদ্ধির কারণে রেমিট্যান্স পাঠিয়ে প্রতি ডলারে আগের থেকে ১ টাকা বেশি পাওয়া যাচ্ছে। তাছাড়া দুই শতাংশ নগদ প্রণোদনাও রয়েছে। ফলে রেমিট্যান্স পাঠিয়ে আগের থেকে বেশি টাকা পাচ্ছেন প্রবাসীদের স্বজনরা। এ কারণে রেমিট্যান্স প্রবাহ এখন বেশ ভালো রয়েছে।
Leave a Reply