আমার যতো নষ্ট ইচ্ছার ধূসর বৃন্তে চুমু আঁকো,
জোর করেই আগলে রাখো বুকে,
নারী কি এতোই পাষাণ
ছেড়ে যাবে প্রেমিকের হাত!
প্রেমিক কোথায়,চারদিকে বাসনার লাভা,
আর আমি যেন এক নরম নদী,
শরীরের ভাঁজে-ভাঁজে সহস্র পুরুষের অশ্লীল দৃষ্টি।
প্রেমিক কোথায়, চারদিকে নষ্ট হাত
ছেয়ে যায় শেকড়ের মতো গভীর মাটি।
নষ্ট ধর্মের নামে পৃথিবীজুড়ে অন্ধের মিছিল,
নষ্ট পুরুষের নামে অর্থের জয়োল্লাস,
অন্ধকার গ্রাস করে মস্তিস্ক ও যোনী,দেশ এবং মাতৃ-জঠর।
আমাদের শরীরে লক্ষণরেখা,
পর্দা ঢাকা নিষিদ্ধ পণ্য প্রথা,
তারচে বরং দৃষ্টিতে ঐ পর্দা টানো,
আমাকে নষ্ট করে যেই হাত,যে লিঙ্গ,যে সমাজ,
সে সমাজের প্রতিটি জানোয়ারকে খাঁচায় ভরো।
মানুষ কী কামড়ায়?
বলি,কুকুর ঠেকাও,মানুষ করো।
লেখকঃপপি গাইন
Leave a Reply