বাংলাদেশ খবর ডেস্ক,
রাজধানীর মিরপুরে জয়যাত্রা ফাউণ্ডেশন ও জয়যাত্রা আইপি টিভির অফিসে অভিযান চালাচ্ছে র্যাব। হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার এসব প্রতিষ্ঠানে অভিযান শুরু হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত একটার পর এ অভিযান শুরু হয় বলে র্যাব সূত্র জানিয়েছে।
এর আগে, রাত ১২টার পর গুলশান ২ এর ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা, চাকু ও হরিণের চামড়া জব্দ করা হয়। পরে তাকে র্যাব সদরদফতরে নেওয়া হয়।
সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে।
সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
Leave a Reply