বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়া সাইবার পুলিশের ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন জানান, ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী এক নারী প্রতারক রিয়নের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পরেই সাইবার পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নামে। । গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি iphone s মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জব্দকৃত ডিভা্ইস চেক করে দেখা যায় যে, একাধিক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে । তাদের মধ্যে ২০ জনের অধিক মেয়ের শরীরের বিভিন্ন অংশের অশ্লীল ছবি এবং ভিডিও তার ফেসবুক আইডির মেসেঞ্জারে সংরক্ষিত অবস্থায় আছে। যা অনলাইন ভিত্তিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে আসছিল। পরে এগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়াই ছিল তার কাজ।এলাকার বিজ্ঞমহল এই প্রতারকের শাস্তির দাবি জানায়।
Leave a Reply