ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদে লেগে ধর্মীয় বিভিন্ন উপকরণ (জায়নামাজ, তসবি, টুপি ইত্যাদি) পুড়ে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে আগুন।
ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ।
তিনি বলেন, ভবনটির ওপরে টিনের বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ করে গুদাম তৈরি করা হয়েছে। আমাদের ধর্মীয় যে উপকরণগুলো দরকার সেগুলো এখানে মজুত করা ছিল। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন ৫টা ২৮ মিনিটের দিকে সংবাদ পেয়ে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিক বাজার স্টেশনের ৮টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, এ মার্কেটের ভেতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল। যেহেতু ছাদে আগুন ছিল, সেহেতু আমাদের নিয়ন্ত্রণেও কিছুটা বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ওপরে আমরা যতোটুকু দেখেছি জায়নামাজ, তসবি, টুপি এসব মালামাল মজুত করা ছিল।
আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ছুটির দিন মার্কেট বন্ধ ছিল। সেহেতু আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তের পর বলা যাবে। এ বিষয়ে হাতে এখন কোনো তথ্য নেই। এ ঘটনায় কেউ হতহত হয়নি।
Leave a Reply