লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প-আওতায় লালমনিরহাটের পাঁচ উপজেলার মধ্যে কালীগঞ্জ উপজেলায় ২শতক জমিসহ সেমিপাকা ঘর পেলেন ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।গতকাল(২৩শে জানুয়ারি)২০২১ইং শনিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত দেশের জেলা ও উপজেলার সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলার অডিটোরিয়াম স্বাস্থ্যবিধি মেনে অনুন্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আবু জাফর,রংপুর বিভাগের দুই দুইবারের শ্রেষ্ঠ কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন,সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম হেলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,অন্যান্য পেশাজীবীর ব্যক্তিগণ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী ব্যক্তিবর্গ ।
এসময় কাকিনা গোপাল রায় এলাকার ভূমিহীন আঃ রহমান জমিসহ ঘর পেয়ে বলেন, আমাদের জমি-ঘর ছিলনা জমি ও ঘর পাইছি এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের মতো অসহায় সসম্বলহীন পরিবারগুলোর পাশে দাঁড়িছেন। এখন আর অন্যের বাড়িতে রাত কাটাতে হবেনা। এখন নিজের বাড়িতেই শান্তিতে ঘুমোতে পারব।
ভূমিহীন আঃ রহমানের মতো উপজেলার সকল গৃহহীন পরিবার ঘর পেয়ে অনেক খুশি। তারা বলেন, অনেক কিছু সাহায্য পাইছি, কিন্তু টাকা পয়সা ছাড়া সরকার থেকে ঘর পাব এমন আশা কখনও করিনি। এজন্য আল্লাহর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে রয়েছে একটি টয়লেট, একটি রান্নাঘর, বারান্দা ও ইউটিলিটি স্পেস।এদিকে, ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর উপহার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠে। নতুন ঘর পেয়ে শুধু সুবিধাভোগী পরিবারগুলোই নয়, গোটা উপজেলায় বইছে আনন্দের বন্যা।
Leave a Reply