ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো পার্টির দাবি-দাওয়া থাকতেই পারে। তবে দাবি-দাওয়া নিয়ে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে সেই দাবি-দাওয়া পাশ করতে হবে। কিন্তু এসব দাবির সঙ্গে নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে কেউ যদি এ পর্যায় এসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়-সেটার জন্য তাদের রাজনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টের বাসায় গণঅধিকার পরিষদের সভাপতি অসুস্থ নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় আমির খসরু জানান, উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুর সিঙ্গাপুরে যাচ্ছেন। এর আগে তিনি নুরর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
আমির খসরু আরও বলেন, ‘দাবি যে কেউ করতেই পারে। এটা (পিআর পদ্ধতির নির্বাচন) চাইতেই পারে, কোনো অসুবিধা নেই। আরও কিছু চাইতে পারে। আমাদেরও চাওয়ার আছে। সব জায়গায় যে ঐকমত্য হয়েছে তা তো না, ঐকমত্য হওয়ারও কথা না। কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, বিভিন্ন চিন্তা-ভাবনা লালন করেন। সুতরাং সব জায়গাতে ঐকমত্য হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তাইলে তো আলাদা-আলাদা দল হতো না। আমরা বাকশাল হয়ে যেতাম। সুতরাং সেই চাওয়াটায় অসুবিধা নেই। কিন্তু সে চাওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে। এটাই গণতন্ত্র। আর এটাতে বিশ্বাস না করলে দেশে স্থিতিশীলতা আসবে না। আবার পরাজিত শক্তি ফিরে আসার সুযোগ পাবে।’
তিনি বলেন, ‘দেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে একটা স্থিতিশীল অবস্থা আমরা দেখতে চাই। যেখানে সবার জীবন নিরাপদ থাকবে।’
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘যত তাড়াতাড়ি নির্বাচনের দিকে গিয়ে দেশে একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারব-সেটা দেশের জন্য মঙ্গল।’
তিনি বলেন, ‘দেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রের সব অঙ্গ রাজনৈতিক শক্তির অধীনে থাকতে হয়। আর সেটা তো নির্বাচিত সরকার ব্যতীত সম্ভব না।’
Leave a Reply