পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে, সাদিপুর,কাঁচপুর, সনমান্দি, পিরোজপুর, শম্ভুপুরা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আতিক হাসান লেলিন ও উপজেলা ১ নং সদস্য এজাজ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির ,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য শফিক দেওয়ান, নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ,
যুগ্ম আহ্বায়ক শামীম, যুগ্ম আহ্বায়ক শফিক ভূঁইয়া,যুগ্ন আহবায়ক ফয়সাল ভূঁইয়া রিপন , যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,সদস্য ডালিম শিকদার, ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হব। এবং তারেক রহমানের বার্তা অতীতে যারা আওয়ামী লীগের সাথে গ্যাসা ছিল তারা কখনো সেচ্ছাসেবক দলের কমিটিতে আসতে পারবে না। সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দল হবে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল দল কমিটি দেওয়ার আগে সবার সম্পর্কে ভালো তথ্য নিয়ে যাচাই বাছাই করে কমিটি দিতে হবে আগামী দেশ হবে একটি গণতন্ত্র দেশ। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে পুনর্গঠন করা হবে। স্থানীয় নেতাদের মতে, এ সম্মেলনের মাধ্যমে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি আরও সুসংগঠিত হবে।
Leave a Reply